শিরোনাম
অদ্য ৭তারিখ টইটং ইউনিয়ন পরিষদে ২য় ডোজ টিকা প্রদান করা হবে ।
বিস্তারিত
কোভিড-১৯ করোনা ভ্যাকসিন দেওয়ার আপডেট তথ্য,
সরকারি সিদ্ধান্ত মতে পূর্বে নেওয়া কেন্দ্র স্থগিত করে আপাতত শুধু মাত্র একদিনের প্রোগ্রাম সংশ্লিষ্ট সংশোধিত কেন্দ্রে চলমান থাকবে। ২৫+(বয়স) টিকা নিবন্ধন করতে পারবেন।পঞ্চাশ উর্ধ ও প্রতিবন্ধীরা অগ্রাধিকার পাবে। ০৭ তারিখে ১,২,৩নং ওয়ার্ডে অর্থাৎ প্রতি ওয়ার্ডে ২০০জন করে টিকা প্রদান করা হবে।একটি কেন্দ্রে সর্বোচ্চ ৬০০ জনকে টিকা দেওয়া হবে। তাই দ্রুত টিকা নিবন্ধন করুন।