Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Marriage register

বিবাহ-তালাক রেজিস্ট্রেশন ফি


মুসলিম বিয়ের ক্ষেত্রে দেনমোহরের পরিমাণের ওপর ভিত্তি করে বিয়ের রেজিস্ট্রেশনের ফি নির্ধারণ হয়ে থাকে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালা-২০০৯; এপ্রিল ১০, ২০১১ তারিখে সংশোধন করেছে । অত্র আইনের ১০ বিধি মোতাবেক নিকাহ রেজিস্টার বিবাহ রেজিস্ট্রিকরণের জন্য ৪ লাখ টাকা পর্যন্ত দেনমোহরের ক্ষেত্রে প্রতি এক হাজার বা উহার অংশ বিশেষের জন্য ১২.৫০ টাকা হারে ফি আদায় করতে পারবে।

দেনমোহর ৪ লাখ টাকার অধিক হলে পরবর্তী প্রতি লাখে ১০০ টাকা হারে আদায় করবেন। তবে দেনমোহরের পরিমান যাই হোক না কেন সর্বনিম্ন ফি ২০০ টাকার কম হবে না। সরকার সময়ে সময়ে প্রজ্ঞাপনের মাধ্যমে এই ফি পরিবর্তন ও ধার্য করে থাকে।

রেজিস্ট্রেশন ফি জমা দিলে নিকাহ রেজিস্ট্রার একটি প্রাপ্তি রশিদ দেবেন। মুসলিম বিয়ে রেজিস্ট্রেশনের পর নিকাহ রেজিস্ট্রার বাধ্যতামূলকভাবে বর ও কনেপক্ষকে বিয়ের কাবিননামার সত্যায়িত কপি দেবেন।

সে হিসেবে কারো কাবিন যদি পাঁচ লক্ষ টাকা হয়, তার বিয়ের রেজিস্ট্রি ফি কত?

হিসাব: প্রথম চার লক্ষে প্রতি এক হাজার বা উহার অংশ বিশেষের জন্য ১২.৫০ টাকা হিসেবে আসে পাঁচ হাজার। চার লাখের পরবর্তী এক লাখের জন্য এক শ টাকা।
তাহলে মোট রেজিস্ট্রি ফি হচ্ছে ৫১০০ টাকা।

কারো কাবিন যদি পাঁচ লক্ষ এক টাকা হয়, তার রেজিস্ট্রি ফি কত?

হিসাব: প্রথম চার লক্ষে প্রতি এক হাজার বা উহার অংশ বিশেষের জন্য ১২.৫০ টাকা হিসেবে ৫ হাজার টাকা।
পরবর্তী এক লাখের জন্য ১০০ টাকা।
এবং বাকি এক টাকা যদিও এক লক্ষ নয় তবে লাখের অংশ বিশেষ হওয়ায় ১০০ টাকা দিতে হবে। ফলে, মোট রেজিস্ট্রি ফি হবে ৫২০০ টাকা।

তালাক নিবন্ধন ফি কত?

মুসলিম বিবাহ ও তালাক বিধিমালা ২০০৯-এর ২১ বিধি অনুযায়ী তালাক নিবন্ধনের জন্য ৫০০ টাকা ফি গ্রহণ করতে পারবেন রেজিস্ট্রার। নকল প্রাপ্তি ফি ৫০ টাকা, যাতায়াত বাবদ প্রতি কিলোমিটার ফি ১০ টাকা ও তল্লাশি ফি ১০ টাকা গ্রহণ করতে পারবেন।

বিয়ের নিবন্ধন ফি বর কতৃক পরিশোধ করতে হবে এবং তালাকের ক্ষেত্রে যে পক্ষের উদ্যোগে তালাক নিবন্ধন করা হবে সে পক্ষ কতৃক পরিশোধ করতে হবে।